গুয়াংজু বিমানবন্দরে বিমানের টার্মিনাল পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স/ফাইল ছবি

চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টার্মিনাল পরিবর্তন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট টার্মিনাল–১ এর পরিবর্তে টার্মিনাল–৩ থেকে পরিচালিত হবে। যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে, ভ্রমণের সময় যথাযথ টার্মিনালে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য।

এমএমএ/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।