কমছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ২৫ মার্চ ২০১৫

শিক্ষাবর্ষের শুরুতেই হরতাল-অবরোধের মুখে পড়ে বিপর্যস্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস ঠিকমতো হতে পারেনি। এর সঙ্গে যোগ হয়েছে দুটি পাবলিক পরীক্ষা। এসএসসির কারণেও বহু শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হতে পারছে না। ওই সব প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র রয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে আবার শুরু হবে এইচএসসি পরীক্ষা। চলবে ১১ জুন পর্যন্ত। সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম ছয় মাসই এবার লেখাপড়া বিঘ্নিত হতে যাচ্ছে।

এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে ও পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি কমানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য রাজধানীর নামিদামি বড় শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বেশ কিছু পুরনো জিলা স্কুলের প্রধান শিক্ষকদের মতামত জানতে চাওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উইং থেকে এ তথ্য জানা গেছে।

যেসব ছুটি কমানো হতে পারে তার মধ্যে রয়েছে, গ্রীষ্মকালীন ছুটি, রমজানের ছুটি এবং দুই ঈদের ছুটি। এর মধ্যে গ্রীষ্মকালীন ছুটি পুরোপুরি বাতিল করা হতে পারে।

তিন মাস ধরে দেশব্যাপী চলমান রাজনৈতিক আন্দোলনের কারণে তছনছ হয়ে পড়েছে শিক্ষা খাত। এর ফলে চলতি বছরে এখন পর্যন্ত শিক্ষাপঞ্জি অনুযায়ী ক্লাস-পরীক্ষা নিতে পারছে না দেশের স্কুল-কলেজ-মাদ্রাসাগুলো। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষা খাতের ক্ষতি পুষিয়ে নিতে ছুটি কমানো কিংবা বাতিলের বিষয়ে এখন নতুন পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।