যারা শিশু হত্যা করে তাদের ক্ষমা নেই : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৬ মার্চ ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল-অবরোধের নামে যারা সহিংসতা সৃষ্টি করে শিশুদের হত্যা করছে জাতি তাদের ক্ষমা করবে না। তিনি বলেন, যারা শিশুদের স্কুলে যেতে বাধা দেয়, শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে তাদের কোনো ক্ষমা নেই।

বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কুচকাওয়াজের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উন্নত জীবন গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। জাতির মর্যাদা রক্ষায় আমাদের সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর ভাষণ শেষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজে অংশ নেয়া শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা শিশু কিশোরদের কুচকাওয়াজ উপভোগ করেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।