সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক সমরাস্ত্র প্রদর্শনী-২০১৫ পরিদর্শন করেছেন। ২৬ মার্চ বৃহস্পতিবার এ পরিদর্শন করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছলে জেট বিমানের কসরতের মাধ্যমে বিমান বাহিনীর একটি ফ্লাইপাস্ট তাকে অভ্যর্থনা জানায়। লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
পরে রাষ্ট্রপতি তিন বাহিনীর সমরাস্ত্র সজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সাম্প্রতিক সময়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন, জাতিগঠনে তিন বাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে সজ্জিত এসব স্টল তিনি পরিদর্শন করেন তিনি।
রাষ্ট্রপতি যুদ্ধ বিমান মিগ-২৯ এর অ্যারেবেটিক শো এবং ছত্রী সেনাদের প্যারা ট্রুপিং দেখেন। এর আগে রাষ্ট্রপতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয় দিনব্যাপী আয়োজিত এই সমরাস্ত্র প্রদর্শনী গত ২২ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরএস/এমএস