শাহজালালে ১২ কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত: ০৫:০৯ এএম, ০৩ এপ্রিল ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার মধ্যরাতে ‘বিমানবন্দরের এয়ার কার্গো ইউনিটে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক ফ্যান রাখার একটি কাঠের বাক্স থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন ১২ কেজি। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।’

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের ডিজি ড. মঈনুল খান। তিনি জনান, ‘হংকং থেকে আসা ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের একটি কার্গো বিমানে করে বারগুলো আনা হয়। এরসঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।