গুলিস্তানে দুই বাসের মাঝে পড়ে নিহত ১


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে পড়ে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগোনিউজকে বলেন, দুর্ঘটনার পর দুই নারী রোমেলা ও সোহানা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।