আচরণবিধি লঙ্ঘনে কাউকে ছাড় নয় : ইসি


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। সোমবার চট্টগ্রামে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মো. শাহনেওয়াজ বলেন, আচরণবিধি মেনে প্রচারণায় অংশ নেওয়ার জন্যে সবাইকে অনুরোধ করা হচ্ছে। তবে আচরণবিধি লঙ্ঘন করলে এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে।  কারণ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ব্যক্তি বিশেষকে ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সমমর্যাদার ব্যক্তিদের নির্দলীয় এ নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া বা সরকারি সুবিধাভোগীদের সরকারি যান, প্রচারযন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

চট্টগ্রামে প্রার্থীর পক্ষে মন্ত্রীর অংশ নেওয়ায় ব্যবস্থা নিতে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ইসির নির্দেশনাও চেয়েছেন।

এ বিষয়ে শাহনেওয়াজ বলেন, সুন্দরভাবে রিটার্নিং অফিসাররা এ পর্যন্ত ব্যবস্থা নিয়েছেন। কোনো ব্যক্তি বিশেষের প্রতি খেয়াল না রেখে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের সবার প্রতি খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।