রাজধানীর পল্লবীতে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৩ মার্চ ২০১৭

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন এলাকার একটি বস্তিতে তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইকবাল নামে এক যুবক বেগুনবাড়ি বস্তির ওই তিন শিশুর উপর যৌন নিপীড়ন চালায়। পরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তোপের মুখে পালিয়ে যায় ইকবাল। ওই ঘটনায় বস্তিতে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির।

জাগো নিউজকে তিনি জানান, ধর্ষণের চেষ্টায় ইকবাল নামে জনৈক যুবক শিশুদের উপর যৌন নিপীড়ন চালায়। পরে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় ইকবাল।

ওসি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখছি। অভিযুক্ত ইকবালকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।