খালেদা রাজনীতির অধিকার হারিয়েছেন : প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১১ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গাজীপুরে মাওনা ফ্লাইওভার উদ্বোধনের পর সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে মানুষ ‘হত্যা করেছেন’ খালেদা জিয়া। মানুষ পুড়িয়ে হত্যা করে খালেদা জিয়া বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার কাছে জানতে চাই, মানুষ মারার অধিকার কে তাকে দিয়েছে? তিনি রাস্তায় নামলেই জানতে চাইবেন, মানুষকে পুড়িয়ে মারলেন কেন?

এর আগে শরিবার বিকেল ৪টা ২৪ মিনিটে ফ্লাইওভারটি উদ্বোধন করেন শেখ হাসিনা। ঢাকা থেকে আকাশ পথে সরাসরি শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে আন্তর্জাতিক মানের স্কুলপ্লেজ হার্বার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমি মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিকেল ৪টা ১০ মিনিটে অবতরণ করে।

সেখান থেকে সড়ক পথে মাওনা চৌরাস্তায় পৌঁছে মাওনা ফ্লাইওভার উদ্বোধন করেন। পরে শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী এমপি।

এএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।