কামারুজ্জামানের স্ত্রী-সন্তানরা যাচ্ছেন না দাফনে


প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১১ এপ্রিল ২০১৫

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের দাফন অনুষ্ঠানে যোগ দিতে শেরপুর যাচ্ছেন না তার স্ত্রী ও সন্তানরা। তবে অন্যান্য স্বজনরা ইতোমধ্যে শেরপুরের উদ্দেশে যাত্রা হয়েছেন।

শেরপুরে স্ত্রী ও সন্তানদের না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল।

তিনি বলেন, তার ভাই হাসান ইমাম ও আহমেদ হাসান, বোন আতিয়া নূর এবং নুরুন্নাহার নিরাপত্তাজনিত কারণে শেরপুরে যাচ্ছেন না। তবে অন্য স্বজনরা যাচ্ছেন।

শনিবার সাড়ে ১০টার দিকে কামারুজ্জামানের ফাঁসি করা হয়েছে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স এখন শেরপুরের পথে রয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।