রাজধানী জুড়ে বৈশাখী মেলা


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৪ এপ্রিল ২০১৫

বাঙালি চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখ। মঙ্গলবার নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন, নতুন বছর ১৪২২ সাল। এ ঐতিহ্য ধারণ করতে রাজধানীর অলি-গলি, পাড়া-মহল্লা থেকে শুরু করে বিস্তর খোলা মাঠ ও পরিসরগুলো পরিণত হয়েছে বৈশাখী মেলায়। গোটা নগরবাসী মেতে ওঠেছে বাঙালি সংস্কৃতির অনাবিল আনন্দের মুক্ত ধারার স্রোতে।

নববর্ষে এসব স্থানগুলোকে কেন্দ্র করে জমে ওঠে মণিহারী, খেলনা, পান্তা ইলিশ, ফাস্টফুডসহ বিভিন্ন মেলার সামগ্রিক জিনিস ও সরঞ্জামাদির পসরা। নববর্ষে এসব জিনিসের পসরায় গোটা রাজধানী`ই ঢাকা পড়েছে বৈশাখী মেলায়। বিশেষ করে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রমনার বটমূল, টিএসসি থেকে দোয়েল চত্বর, বাংলা একাডেমি প্রাঙ্গণসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে জমে উঠছে এসবের পসরা।

রাজধানীর বিশেষ আয়োজনে রমনার বটমূল বৈশাখী মেলার মূল স্পন্দন। আর রমনার বটমূলকে কেন্দ্র করে শিশুপার্ক, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেজেছে নবসাজে-নবরূপে। বর্ণিল সাজে সেজেছে শিশু, বৃদ্ধ, তরুণ তরুণীসহ সর্বস্তরের মানুষ। আনন্দ মুখরিত কোলাহলে ভরে ওঠে এসব প্রাঙ্গণ।

বাংলামোটর থেকে শাহবাগ। শাহবাগ থেকে পল্টন সেগুনবাগিচার গোটা এলাকার রাস্তার পাশ এবং ফুটপাতে মৌসুমী ব্যবসায়ীরা সাজিয়ে বসেছেন মেলার সামগ্রি সমাহার। এ ছাড়া সোহরাওয়াদী উদ্যানেও বসেছে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান। রাস্তায় হাজারো পণ্যের পসরা ছিল মাটি ও প্লাস্টিকের তৈরি পুতুল, গরু ও ঘোড়া, ফলমূল, হাঁড়ি-পাতিল, রঙিন বেলুন, নানা রকমের ঘুড়ি, বাঁশি, ঢোলসহ বিভিন্ন খেলনা। মেলায় শিশুদের প্রধান আকর্ষণ বাঁশি ও ঢোল। বিকিকিনিও জমে উঠেছে ব্যবসায়ীদের। রাস্তায় বসেছে মুড়ি-মুরকি, বাতাসা, আর সরবতের দোকানও।

রাজধানীর মৎস বভনের সামনে বাঁশি বিক্রেতা আল আমিন জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ছোটদের বাঁশি, ঢোল ও বেলুন এনেছি। ভালই বিক্রি হচ্ছে। বেশি বিক্রি হচ্ছে প্লাস্টিকের বাঁশি।

এসআই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।