গুলিস্তানে বাসের ধাক্কায় পিকআপ উল্টে আহত ১০


প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৫ মার্চ ২০১৭

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে একটি বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, হানিফ অথবা এনা পরিবহনের একটি বাস পিকআপটিকে ধাক্কা দিয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টায় জিপিওর পাশে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভোজন বিশ্বাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে তিনি জানান, একটি বাস বেপরোয়াভাবে এসে পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই ভোজন বিশ্বাস জানান, কেউ বলছে এনা পরিবহনের বাস, কেউ বলছে হানিফের বাস। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

পুলিশ ছয়জনের কথা বললেও ঢামেকের জরুরি বিভাগের আহতাবস্থায় পিকআপের ১০ জন যাত্রী চিকিৎসা নিতে এসেছেন। তারা হলেন রোকন (২৫), রহিম (২০), মিঠুন (৩৭), সুমন (২৮), ফজলু (২২), খোকন (২৫), রোমান (২১), হারুন (৫০), নারায়ণ (৪৫) এবং অজ্ঞাত (৫০) এক ব্যক্তি। এদের মধ্যে ফজলু, রোমান ও খোকনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতরা জানান, সিরাজগঞ্জ জেলায় একটি মেলার উদ্দেশে রাজধানীর শনির আখড়া থেকে পিকআপটি ভাড়া করে মালামাল নিয়ে যাচ্ছিলেন তারা। হঠাৎ পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।