যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বার্সেলোনা সফর


প্রকাশিত: ০২:২০ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার ১৫ এপ্রিল স্পেনের বার্সেলোনা সফরে আসেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কর্মীবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এক মত বিনিময় সভা করেন।

সভায় বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ সাফল্যের কথা তুলে ধরেন তিনি। এছাড়া বাংলাদেশ সরকার উপজেলা পর্যায়ে যে ৪৯০টি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে তা উল্লেখ করেন। প্রবাসের ক্রিকেট অনুরাগীদের মধ্যে কোন উদীয়মান সম্ভাবনাময় ক্রিকেটার থাকলে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সম্পৃক্ত করে দেয়ার জন্যও সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি নূরে জামাল খোকন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম চৌধুরী বাবলা, প্রধান উপদেষ্টা ফারুক মিয়া, সহসভাপতি কামাল বেপারী, সহ সম্পাদক খাদিজা আক্তার মনিকা, হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক নূরে জামাল টোকন, তথ্য বিষয়ক সম্পাদক নাসির সরদার, প্রচার সম্পাদক বাবলু বক্স, বিশিষ্ট ব্যবসায়ী হালিম মিয়া ও সান্তাকলমা আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।