১৮ এপ্রিল : এক নজরে সারাদিনের খবর
সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে টাইগাররা
রেকর্ডময় ম্যাচে জয়ের সঙ্গে অবসান হয়েছে বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার। সেই ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। এরপর আর তাদের হারাতে পারেনি কোনো ম্যাচে। ১৯৯৯ সালের পর ২০১৫ সাল। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিায়ামে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে এলো ঐতিহাসিক জয়।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে ভাগ করা হবে : শেখ হাসিনা
র্তমান চট্টগ্রাম বিভাগকে দুই ভাগ করে বৃহত্তর কুমিল্লার জেলাগুলো নিয়ে কুমিল্লা বিভাগ গঠন এবং ঢাকা বিভাগও দুই ভাগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম থেকে চিনকি আস্তানা ডাবল রেল লাইনট্রাক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রার্থীবিহীন নির্বাচনী প্রচারণায় খালেদা
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলসমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে প্রচারণা শুরু করেন তিনি। তবে প্রথম দিনেই উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালালেও সঙ্গে ছিলেন না মেয়র প্রার্থী তাবিথ।
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
ধামরাইয়ে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে রাজাকাররা
বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকে রাজাকারদের নৃশংসতার ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার ঝিনাইদহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
প্রতিদিন ৫৩ কোটি টাকার ফোন রিচার্জ
দেশে প্রতিদিন গড়ে ৫৩ কোটি টাকার রিচার্জ করেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। মূলত প্রিপেইড গ্রাহকরাই এ অর্থ রিচার্জ করছেন। এর মধ্যে রয়েছে সেলফোনে ভয়েস, ডাটা ও মূল্যসংযোজিত নানা সেবা। গত বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত ‘মোবিলিটি সলিউশন্স দ্যাট ট্রান্সফর্মস লাইভস’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
সরকারি দলের ক্যাডাররা চট্টগ্রামে প্রবেশ করছে : আমীর খসরু
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ফেনী, রাউজান ও ফটিকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি দলের ক্যাডাররা চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ করছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শেষ পর্যায়ে ইসির ব্যালট পেপার ছাপার কাজ
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে এক কোটি ৮১ লাখ ২৭ হাজার ৭০৪টি ব্যালট পেপার ছাপাবে নির্বাচন কমিশন (ইসি)।
ভারতে রফতানি বাড়াতে প্রয়োজন সরকারি উদ্যোগ : সিপিডি
ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বৃদ্ধিতে প্রয়োজন দু’দেশের সঙ্গে পারস্পারিক সমঝোতা বাড়ানো বলে মনে করছেন ব্যবসায়ী, রফতানিকারক ও এ খাতের সংশ্লিষ্ঠরা। শনিবার মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশ-ভারত বাণিজ্যের শুল্ক বহিভূত বাধা বিষয়ক এক আলোচনায় সভায় এ দাবি করেন তারা।
ঢাবিতে নারীদের লাঞ্ছিতের ঘটনায় দুই তদন্ত কমিটি
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে নারীদের লাঞ্ছিতের ঘটনার তদন্তে দু`টি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত কয়েকজন যুবককে চিহ্নিত করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক রোববার
আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রোববার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এই বৈঠকে সিদ্ধান্ত হবে ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হবে কি না। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ বৈঠক শুরু হবে।
ভারতে বাঘের বদলে জাতীয় পশু হচ্ছে সিংহ!
বাঘের বদলে সিংহ। ৪৩ বছর পর ভারতের জাতীয় পশু নিয়ে এমনটাই ভাবা হচ্ছে। রাজ্যসভার সাংসদ পরিমল নাথওয়ানি সম্প্রতি এই প্রস্তাব করেন। পরে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ (NBWL) পরিবেশ মন্ত্রণালয়ের কাছে এটি পাঠানো হয়। এছাড়া গত মার্চে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর একটি সভায় এ বিষয়ে আলোচনাও করেন। তবে তিনি জানান, এমন কোনও প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।
এবার লক্ষ্য সিরিজ জয় : সাকিব
রেকর্ডময় ম্যাচে জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে অবসান হলো দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার। এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপের পর আর পাকিস্তানকে হারাতে পারেনি টাইগাররা। শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে সেই ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ দল।
ধাক্কা খেয়ে দুটি পরিবর্তন আনছে পাকিস্তান দল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লজ্জাজনক হারের পর একাদশে কমপক্ষে দুটি পরিবর্তন আনার পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচেই এ পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
আরএস