মিরপুরে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সংলগ্ন লেক থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
পুলিশের দাবি, পাশবিক নির্যাতন শেষে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে লেকের পানিতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক। তিনি জানান, স্থানীয়দের দেয়া খবরে বিকেলে মিরপুর এইচ ব্লকের ১৮ নম্বর চিড়িয়াখানা রোডের পাশের লেক থেকে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার পরণে লাল-বেগুনি প্রিন্টের সালোয়ার কামিজ ছিল।
শুক্রবার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে এখানে ফেলে দিয়ে গেছে বলে ধারণা করেন তিনি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান এসআই আবু বকর।
জেইউ/এসআরজে