পরিশ্রমী ম্যানেজার ছিলেন অলিউল্লাহ


প্রকাশিত: ০১:২২ পিএম, ২১ এপ্রিল ২০১৫

বাংলাদেশ কমার্স ব্যাংকের সহকর্মীদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন অলিউল্লাহ। ছিলেন পরিশ্রমী কর্মী হিসেবে পরিচিত।

ব্যাংকের আস্থাও ছিল তার প্রতি। তাই দু`বছর আগে সাভারে শাখাটি উদ্বোধনের সময় ব্যবস্থাপকের দায়িত্ব দিয়ে বিশেষ অ্যাসাইনমেন্টে পাঠানো হয় তাকে।

সহকর্মীদের ভাষ্য মতে, অলিউল্লাহ সদা হাস্যোজ্বল মানুষ ছিলেন। সব সময় হেসে হেসে কথা বলতেন। ছিলেন পরিশ্রমী। চাপ নিতে পারতেন।

জানা গেছে, অলিউল্লাহর তিনটি সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুরে। তবে স্ত্রী-সন্তান নিয়ে সাভারেই থাকতেন তিনি।
 
সহকর্মীরা মনে করছেন, অলিউল্লাহ ব্যাংকের জন্য খুব নিবেদিত ছিলেন। তাই হয়তো তিনি বাধা দিতে চেয়েছিলেন।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।