সাভারে ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ১


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২১ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে আটকের দাবি করেছেন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জাগো নিউজকে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গোলাম আজাদ খান বলেন, ‘মোটরসাইকেলে পালানোর সময় তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পরই তার সংশ্লিষ্টতা এবং ডাকাতির বিস্তারিত তথ্য জানা যাবে।’

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনার তদন্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার দুপুরে আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় দুই ডাকাত ও ব্যাংকের ম্যানেজারসহ আটজন নিহত হন।

#ডাকাতদের ধরতে র‌্যাবের তল্লাশি চলছে

এআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।