খাজা শরফুদ্দীন চিশতীর (র.) ওরশ শুরু শুক্রবার
সুপ্রিমকোর্ট মাজার শাহী জামে মসজিদে দু’দিনের পবিত্র ওরশ শরীফ শুক্রবার শুরু হবে। হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতী (র.)-এর দরবারে ১৯ ও ২০ রজব পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিদিন বাদ ফজর কোরআন হেফজ, বাদ জোহর দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বাদ আসর খতমে খাজেগান, তাহলীল ও ইউনুস। এছাড়া বাদ মাগরিব ওয়াজ মাহফিল, মিলাদ, জিকির ও মোনাজাত।
শুক্রবার ওরশের উদ্বোধন করবেন মাজার ও মসজিদ প্রশাসন কমিটির চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এছাড়া প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আলোচনায় অংশ নেবেন বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি এএফএম আবদুর রহমান।
ওয়াজ করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুস সালাম। মিলাদ ও দোয়া পরিচালনা করবেন মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা আহমদ হাসান চৌধুরী।
একে/আরআইপি