‘বঙ্গভূষণ’ সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা


প্রকাশিত: ০৬:৪২ পিএম, ২০ মে ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ সম্মাননা পেলেন বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

শনিবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ২০১৭ সালের ‘বঙ্গভূষণ’ পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়।

পুরস্কার বাবদ নগদ এক লাখ ভারতীয় রুপি, উত্তরীয় ও একটি স্মারক শিল্পীর হাতে তুলে দেয়া হয়।

রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও এবার ‘বঙ্গভূষণ’ পুরস্কার পেয়েছেন সংগীতশিল্পী খিজমত ফকির, লোকনৃত্য শিল্পী গণৎ রাভা, লোকশিল্পী লক্ষ্মণ দাস বাউল, যাত্রাশিল্পী চপল ভাদুরী ও  চিকিৎসক অভিজিৎ চৌধুরী।

এছাড়া ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার পেয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তী, চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায়, শিল্পপতি ওয়াই সি দেবেশ্বর, মিজোরামের সাবেক রাজ্যপাল ও পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক ডিজি অরুণ প্রসাদ মুখোপাধ্যায়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায় বলেন, আজকের এই দিনটা আমাদের কাছে খুবই ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ২০১১ সালের ২০ মে আমাদের মা-মাটি-মানুষের সরকার শপথ গ্রহণ করেছিল, তাই এই দিনটিতে আমরা বাংলার বিশিষ্ট মানুষদের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান দিয়ে থাকি।

রাজ্য ক্ষমতায় আসার পর ২০১২ সাল থেকে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সর্বোচ্চ সম্মাননা দিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ২০১৫ সালে মরণোত্তর ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার দেওয়া হয় বাংলাদেশের বিখ্যাত নজরুলগীতি শিল্পী প্রয়াত ফিরোজা বেগমকে।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।