ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ নারী


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ মে ২০১৫

ভালো কাজের প্রলোভনে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়া তিন বাংলাদেশি নারী বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরে এসেছেন।
 
শুক্রবার সন্ধ্যা ৬টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ তাদের আত্মীয়-স্বজনের হাতে তুলে দিতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।  

ফেরত আসা নারীরা হলেন, সাতক্ষীরার অঞ্জলী মণ্ডল (২২), বরিশালের গীতা (৪০) ও চট্রগ্রামের অনজু রায় (৫০)।
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক খায়রুল হোসেন ও ফেরত আসা নারীরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র তাদের ভারতের দিল্লীতে নিয়ে যান। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আদালতে পাঠায়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠান। কারাভোগ শেষে দিল্লীতে ‘নারী নিকেতন’ নামের একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু`দেশের সরকারের চিঠি চালাচালির পর ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসেন।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।