৯ মে : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৯ মে ২০১৫

২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবো। কিন্তু, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। গণতান্ত্রিক রীতিনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সহিংসতার পথ বেছে নিয়েছেন। তিনি শনিবার সকালে গাজীপুর মহানগরীর সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি টিউলিপ
ক’দিন থেকেই বাংলাদেশের পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় খবরটি গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছিল। ব্রিটেনের সাধারণ নির্বাচনে একঝাঁক তথা বাংলাদেশের ১২ জন বাঙালি বংশোদ্ভূতের জয়ের ব্যাপারে তৈরি হয়েছিল ব্যাপক আশাবাদ। এদের মধ্যে অন্যতম হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক; সবাই সেদিকে নজর রাখা শুরু করে। এ ছাড়া ব্রিটেনের রয়েছে তীব্র আগ্রহ। বাংলাদেশেও অসংখ্য মানুষ ব্রিটেনের ক্ষমতায় কে আসছেন তা নিয়ে রয়েছে বিপুল আগ্রহ। অবশ্য বাংলাদেশের গণমাধ্যমে ব্রিটেনের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে তেমন বিশেষ লেখালেখি না হলেও ব্রিটেনে তীব্র লড়াইয়ের খবরাখবর পরিবেশিত হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, দুই কর্মকর্তা বরখাস্ত
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

টাইগারদের নতুন স্পন্সর খুঁজছে বিসিবি
টাইগারদের নতুন স্পন্সর খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২ বছরের জন্য স্পন্সর চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি। দুই বছরের জন্য আগ্রহী স্পন্সরকে ব্যয় করতে হবে ৩০ কোটি টাকা। আগামী ১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।

বিবিসি সংলাপ : মানবপাচার মহীরুহে পরিণত হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সি আর আবরার বলেছেন, মালয়েশিয়ায় যে প্রক্রিয়ায় অভিবাসন প্রক্রিয়া চলছে তা জটিল। এ প্রক্রিয়া সরকারের যথেষ্ট গ্যাপ রয়েছে। কারণ এতে বিভিন্ন ধরনের পাওয়ারফুল লোকজন জড়িত। দুষ্ট চক্রের কারণে আজ মানবপাচারের বিষয়টি মহীরুহে পরিণত হয়েছে।

সরকার এক ছটাক চালও আমদানি করেনি : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকার এক ছটাকও চাল আমদানি করেনি। তবে আমাদের দেশে খাদ্যদ্রব্য আমদানীতে কোন শুল্ক দিতে হয় না। সে সুযোগ অনেক অসাদু ব্যবসায়ি কাজে লাগিয়েছে। তা বন্ধে চাল আমদানিতে ১০ ভাগ শুল্ক বসানো হয়েছে।

নির্বাচন কমিশন আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে : মাহবুবুর রহমান
নির্বাচন কমিশন আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। শনিবার ঢাকার টিসিবি অডিটোরিয়োমে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের ১১৬তম পর্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থেকে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ব্রিটেনের নির্বাচনে মুসলিমদের জয়জয়কার
শেষ হয়ে গেল ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন। সেখানে এবার ৮ নারী এমপিসহ সর্বমোট ১৩ জন মুসলিম প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে তার চাইতেও আলোচিত বিষয় হলো ইংল্যান্ডের হাউজ অব কমেন্সে বসতে যাচ্ছেন ১৩ জন মুসলিম এমপি। এই ১৩ প্রতিনিধির মধ্যে রয়েছেন বাংলাদেশের তিন সাহসী কন্যা রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক।

ভুল মেনে নেবো, ভুল বুঝানো নয় : সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ভুল মেনে নেবো, কিন্তু ভুল বুঝানো মেনে নেবো না। পরিশ্রম করলে বিশ্রামের ব্যবস্থা রাখব। কিন্তু ফাঁকিবাজি মেনে নেবো না। কেউ আমার আত্মীয়স্বজন পরিচয় দিয়ে বিভিন্ন ফাইল নিয়ে তদবিরে আসতে পারে। আমি বলে দিচ্ছে, সেসব ফাইল সোজা ফিরিয়ে দিবেন এবং সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।

মা ও শিশুর আরো নিরাপত্তা প্রয়োজন : আইএলও
বিশ্বে মা ও শিশুর আরো সামাজিক নিরাপত্তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সম্প্রতি আইএলও’র নতুন দু’টি জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১৮৮ দেশে এই জরিপ চালানো হয়। মাতৃমৃত্যু রোধ এবং শিশু ও পরিবারের সুফলের ওপর এই জরিপ চালানো হয়।

বন্ধ হচ্ছে না সীমান্তে হত্যা
ছিটমহল সমস্যার সমাধানের পথে বাংলাদেশ ও ভারত। তবে উদ্যোগ স্বত্বেও বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ যৌথ উদ্যোগে সীমান্ত হত্যা জিরো টলারেন্সে নামিয়ে আনার কথা বললেও তা সম্ভব হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত গত ৪ মাসে সীমান্তে নিহত হয়েছেন ২০ জন, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন এবং অপহরণের শিকার হয়েছেন ৩৯ জন।

বিদ্যুৎ উৎপাদনে সরকারের নয়া টার্গেট
সরকার ২০১৬ সালের মধ্যে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে।

ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতায় টিকে থাকতে হবে : ওবায়দুল কাদের
ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ঢাকা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রেলে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা হবে: রেলমন্ত্রী
দ্রুত রেল ইঞ্জিন মেরামত ও যাত্রীবাহী বগি সংযোজনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় রেলমন্ত্রী মজিবুল হক পার্বতীপুরস্থ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরির্দশন করেন। বাংলাদেশের একমাত্র যাত্রীবাহী বগি নির্মাণ ও মেরামত কারখানা পরিদর্শনকালে তিনি কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।

কলকাতায় মমতার সঙ্গে একান্ত বৈঠক মোদির
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ রাজ্য সফর করছেন নরেন্দ্র মোদি। আর কলকাতায় পা রেখে প্রথমেই নির্ধারিত সূচির বাইরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে আলাপচারিতা করলেন তিনি।

সূত্র জানায়, নজরুল মঞ্চের গ্রিনরুমে একান্তে কথা হয়েছে দুজনের। এদিন রাতেও, রাজভবনে মোদি-মমতার প্রস্তাবিত বৈঠক রয়েছে। তার আগে একান্তে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তুমুল জল্পনা। এর মধ্যে দেওয়া-নেওয়ার রাজনীতি দেখছে সিপিএম-কংগ্রেস। যদিও সেই তত্ত্ব মানতে নারাজ বিজেপি।

আবারো রুবেলের বিরুদ্ধে জিডি করলেন হ্যাপি
হ্যাপি-রুবেলের বিতর্ক থামছেই না। আজ একদিকে তো কাল অন্যদিকে মোড় নিচ্ছে এই দুই তারকার সম্পর্কের বৈরীতা। সর্বশেষ হ্যাপিকে হত্যা করার জন্য রুবেল ২ জন গুন্ডা ভাড়া করেছেন মর্মে সম্প্রতি একটি স্ট্যাটাস দেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এর পরপরই তার ফেসবুক ও ইমেইলটি হ্যাক হয়। এসব কারণে ভীতির মধ্যে রয়েছেন বলে ক্রিকটার রুবেলের বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুর থানায় একটি জিডি করেন হ্যাপি। জিডি নাম্বার ৪৭৭।

ছয় প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ রোববার
লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১০ মে (রোববার) পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। শনিবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইবনে সিনা, এক্সিম ব্যাংক লিমিটেড, দ্যা সিটি ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাটা সু।

পাকিস্তানের স্বস্তির জয়
ওয়ানডেতে বাংলাওয়াশ ও একমাত্র টি-২০তে হারের পর সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে এসে স্বস্তির জয় পেল পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ৫৫০ রানের টার্গেটে ব্যাট করতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ২২১ রানে শেষ হয় টাইগারদের দ্বিতীয় ইনিংস।

মিরপুরে ৪র্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি টাইগারদের। আগের দিন ৩২ রান করা তামিম আজ আর ১৬ রান করতে পারলেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতেন। কিন্তু আজ ১০ রান করার পরই তার রেকর্ড গড়ার স্বপ্ন ধূলিসাৎ করে তামিমকে সাজঘরে পাঠান ইমরান খান।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।