শ্যামলীতে অস্ত্রসহ যুবক আটক
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলী ক্লাব মাঠের পাশ থেকে বিদেশি পিস্তলসহ মোহাম্মদ সোহান (১৯) নামে এক তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুর থানাধীন শ্যামলী ক্লাব মাঠের পাশের সড়ক থেকে তাকে আটক করে র্যাব-৪ সদস্যরা।
র্যাব-৪ এর পরিচালক (সিও) সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে মোহাম্মদপুরের শ্যামলী ক্লাব মাঠ এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৭.৬৫ পয়েন্টের একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সে একটি অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। চক্রের অন্যান্যদের আটক করতে র্যাবের চেষ্টা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
জেইউ/এসআরজে