সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীতে একটি সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আবু বকর (৪৫) ও তার ছেলে কাওসার হোসেন (২০) নামে দুজন দগ্ধ হয়েছেন। এছাড়া ২০টি ঘর পুড়ে গেছে। দগ্ধ আবু বকরের স্ত্রী নাসিমা বেগম জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার ঘরের সামনের বৈদ্যুতিক খুঁটিতে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে তার স্বামী ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের অপারেটর জীবন মিয়া জানান, দমকল বাহিনীর নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বস্তির ২০টি ঘর পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এএইচ/এমএস