জনগণের আস্থা হারিয়েছে ইসি : সুজন সম্পাদক


প্রকাশিত: ১০:৫০ এএম, ২৫ মে ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার কারণে নির্বাচন কমিশন (ইসি) জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন- কেমন জনপ্রতিনিধি পেলাম শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা বিভিন্ন পর্যবেক্ষণকারী সংস্থার জরিপ ও গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করে দেখেছি এবারে নির্বাচনে জালভোট, কারচুপি ও দলীয় প্রভাব পড়েছে।  

এ সময় সিটি নির্বাচন প্রসঙ্গে একটি সমীক্ষায় বলা হয়, এ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ৭৫ দশমিক ৫৫ শতাংশ (১৩৬ জন) ব্যবসায়ী। এ ক্ষেত্রে মেয়রদের হার শতভাগ। সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে ব্যবসায়ীর হার ৯০ দশমিক ২২ শতাংশ (১২০ জন) এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের মধ্যে ২৯ দশমিক ৫৪ শতাংশ (১৩ জন)। নারী কাউন্সিলরদের মধ্যে গৃহিণীই সবচেয়ে বেশি। যার হার ৩৪ দশমিক ০৯ শতাংশ (১৫ জন)। বিজয়ী ব্যবসায়ী প্রার্থী ঢাকা উত্তরে ৬৮ দশমিক ৭৫ শতাংশ, দক্ষিণে ৮০ দশমিক ২৬ শতাংশ এবং চট্টগ্রামে এর পরিমাণ ৭৫ শতাংশ।

সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া প্রার্থীদের হলফনামার ওপর ভিত্তি করে এ তথ্য দিয়েছেন তারা। তিনি জানান, এ নির্বাচনের সব তথ্য অন্যান্য নির্বাচনকে হার মানিয়েছে বলেও পর্যালোচনা করে দেখেছে সুজন।

নির্বাচিত তিনজন মেয়রের মধ্যে সবাই শিক্ষিত। এদের একজন স্নাতকোত্তর। কাউন্সিলরদের মধ্যে ৪৪ দশমিক ৩৬ শতাংশ এসএসসির নিচে। সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে এর হার ৩৬ দশমিক৩৬ শতাংশ। তিন সিটির সব প্রার্থীদের মধ্যে স্বল্প শিক্ষিতের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ। স্নাতক ও স্নাতকোত্তরের হার ২৫ দশমিক ৫৫ শতাংশ।

এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী কমিশনের কমিশনারদের নিয়োগের জন্য আইন প্রণয়ন। আইনে সার্চ কমিটি গঠনের বিধান রাখা এবং আইনে স্বচ্ছতার সঙ্গে সৎ, দক্ষ ও সাহসী ব্যক্তিদের নির্বাচন কমিশনের নিয়োগ দেয়া। সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন ও নির্বাচনী আইনকে আরো শক্তিশালী করা।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।