আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৫ মে ২০১৫

আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধে পুলিশের প্রস্তাব অনুমোদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক, অনু-১) একে মফিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৩ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮(২) ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হলো।

ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করে আলোচনায় আসে সংগঠনটি।

এছাড়া সংগঠনটির নামে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়। এ অবস্থায় গত সপ্তাহে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পুলিশ।

আনসারুল্লাহ বাংলা টিমসহ এ নিয়ে দেশে ছয়টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ হলো। এর আগে ২০০৫ সালে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার পর জেএমবি, হুজিসহ চারটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। ২০০৯ সালে নিষিদ্ধ হয় হিজবুত তাহরীর।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।