১৩তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের মানববন্ধন
চার দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা।
রেববার সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন পালন করেন নিবন্ধন উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা।
দাবিগুলো হচ্ছে, ১৩তম নিবন্ধনে পরিপত্র ও গেজেট বাস্তবায়ন, দ্রুত নিয়োগপত্র প্রদান, একক নিয়োগ এবং ১৩তম নিবন্ধন উত্তীর্ণদের সবাইকে নিয়োগ।
আন্দোলনের আহ্বায়ক আরিফুল রহমান বলেন, দাবি আদায়ে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেবেন তারা। দাবি আদায় না হওয়া পযন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এমএইচএম/এসআর/এমএস