বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর পর বাড়িতে হামলা
রাজধানীর বনশ্রীর ‘ডি’ ব্লকের একটি বাসায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর পর ওই বাসাটিতে হামলা চালিয়েছে এলাকাবাসী।
শুক্রবার সকালে বনশ্রীর ‘ডি’ ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার নীচ তলায় লাইলী নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়।
এরপর দুপুর ২টার দিকে ওই বাসা ঘেরাও করে এলাকাবাসী। তার কিছুক্ষণ পর ওই বাসাটিতে ইট-পাটকেল ছুড়ে হামলা করে এলাকাবাসী।
এরআগে গৃহকর্তার বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সকালে দিকে গৃহকর্তা মইনউদ্দিনের বাসায় কাজে আসেন লাইলী। বাসার সবার অগোচরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। বাসার লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এনএফ/এমএস