তেলেঙ্গানা থেকেও ফেনসিডিল আসে বাংলাদেশে!


প্রকাশিত: ০৮:০২ পিএম, ১০ জুন ২০১৫

বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে ফেনসিডিরের প্রচুর কারখানা রয়েছে। আর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত এসব ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করছে। তবে সীমান্ত এলাকার অনেক দূরে থেকেও বাংলাদেশে ফেনসিডিল পাচারের প্রমাণ পেয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গনার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বাংলাদেশে অবৈধভাবে ফেনসিডিল পাচার ও ৫৭.৬ কোটি রুপি জালিয়াতির অভিযোগে অবোট হেলথ কেয়ার প্রাইভেট লিমিডেট নামে একটি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়েরও করেছে তেলেঙ্গনার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সম্প্রতি রাজ্যের মাদক নিয়ন্ত্রণ অফিদফতরের ডেপুটি পরিচালকের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। অভিযানে ৫১ হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয় যেগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশে তৈরি করা হয়েছিল।

ফেনসিডিলগুলো একটি কারখানায় তৈরির পর রাজ্যের উপ্পল নামক একটি জায়গায় সেগুলো রাখা হয়। ডিপো কর্মকর্তারা রাজ্যের মাদক নিয়ন্ত্রণ অফিদফতরকে জানান, এগুলো পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নামে চালান করা ছিল।

তবে মাদক নিয়ন্ত্রণ অফিদফতরের পরিচালক আকুন সাভারওয়াল জানান, অনুসন্ধানে দেখা গেছে, সেখানে খুচরা বিক্রেতাদের নাম ছিল না। আর এ সকল চালানের ব্যাপারেও তারা অবগত নন। এর ভিত্তিতেই সিআইডিকে নির্দেশ দেয়া হয়েছিল তদন্ত করতে। খবর ডেক্কান ক্রনিকল

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।