চীন গেলেন স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ পিএম, ১১ জুন ২০১৫

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার তিনি ঢাকা ছাড়েন।

আগামী ১২-১৪ জুন চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিতব্য থার্ড চায়না-সাউথ এশিয়া এক্সপজিশন এবং ২৩তম চায়না কুমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কমোডিটিস ফেরায় এ অংশগ্রহণের জন্য চীন সরকারের আমন্ত্রণে সেখানে গেছেন।  ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।