আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ-লুটপাট
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছন। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে দুর্গাপুর এলাকার জারুর বাড়ির সামসুল হকের ছেলে মহিউদ্দিনের সঙ্গে মোল্লা বাড়ির রফিকুল ইসলামের ছেলে বোরহানের কথা কাটাকাটি হয়।
এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের জেরে রোববার সকালে দুর্গাপুর গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়।
এ সংঘর্ষ গ্রামের অন্তত ৬/৭টি স্পটে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও গ্যাস ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, পরিস্থিতি এখন শান্ত। তবে পরবর্তী সংঘর্ষ ঠেকাতে দুর্গাপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি