উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসছেন নায়েক রাজ্জাক


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৬ জুন ২০১৫

উন্নত চিকিৎসার জন্য মিয়ানমার থেকে সদ্য  দেশে ফেরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। শুক্রবার সকালে চট্টগ্রামের কক্সবাজার থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ  এ তথ্য নিশ্চিত করে বলেন, নায়েক রাজ্জাকের নাকে একটি ক্ষত আছে। সেটিতে কোনো ধরনের সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। এর পর তাকে ছুটি দেওয়া হবে। ছুটি শেষে তিনি আবার কাজে যোগ দেবেন।

প্রসঙ্গত, গত ১৭ জুন ভোরে নাফ নদীতে টহল দেওয়ার সময়  নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। ২১ জুন বাবা দিবসে তিনি একটি পুত্রসন্তানের পিতা হন।

বৃহস্পতিবার নায়েক রাজ্জাককে দেশে ফেরত আনার পর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদর দফতরে মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এক সাংবাদিক সম্মেলনে বলেন, মিয়ানমার উদ্দেশ্য প্রণোদিতভাবে নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে গিয়েছিল।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।