লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ চলছে
ইসলাম ও হজ নিয়ে কটূক্তি করায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম।
শুক্রবার জুম্মার নামাজের পরপর এই বিক্ষোভ মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসেন কাশেমী বলেন, লতিফ সিদ্দিকিসহ দেশের সকল নাস্তিক মুরতাদদের বিচারের জন্য সংসদে আইন পাশ করতে হবে। এই আইনে সর্বচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে এই দাবি যদি মানা না হয় তাহলে হেফাজতে ইসলামের গণআন্দোলন
চলবে।
এ দিকে হেফাজতে ইসলামের বিক্ষোভকে কেন্দ্র করে পল্টন, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা মোড় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এসকেডি/এমএস