দুদকে ফের জিজ্ঞাসাবাদ বাচ্চুকে
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে দ্বিতীয়দিনের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, বুধবার সকাল ১০টায় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে।
এরআগে সোমবার প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয় আবদুল হাই বাচ্চুকে। সেদিন প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এ সময় তিনি নিজেকে ‘নির্দোষ মনে করেন’ বলে সাংবাদিকদের জানান।
জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘অভিযোগগুলো এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে। এখনও এস্টাব্লিশ (প্রতিষ্ঠিত) হয়নি।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৫৩ শতাংশ (৭ হাজার ৩৯০ কোটি টাকা); যা যেকোনো ব্যাংকের খেলাপি ঋণের হারের চেয়ে বেশি। আবদুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন বেসিক ব্যাংকের পর্ষদ ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত ১১ মাসে বিভিন্ন ‘অনিয়মের’ মাধ্যমে ৩ হাজার ৪৯৩ কোটি ৪৩ লাখ টাকা বিভিন্নজনকে ঋণ দেয়।
ওই ঘটনায় ২০১৫ সালের শেষ দিকে রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় বেসিক ব্যাংকের ২৭ কর্মকর্তা, ১১ জরিপকারী ও ৮১ ঋণ গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তবে কোনো মামলাতেই আবদুল হাই বাচ্চুকে আসামি করা হয়নি।
এআর/এনএফ/আইআই