পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধিতে ইফাদের গাড়ি উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭

ঢাকা মহানগর পুলিশের দৈনন্দিন টহল কাজের জন্য একটি পুলিশ ভ্যান উপহার দিল ইফাদ অটোস লিমিটেড।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে একটি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়। গাড়িটি ইফাদ অটোস লিমিটেডের সিএসআর অর্থাৎ সম্মিলিত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম এর হাতে আনুষ্ঠানিকভাবে গাড়িটি হস্তান্তর করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু।

পুলিশ ভ্যান উপহার দেয়ায় ইফাদ অটোস লিমিটেডকে ধন্যবাদ জানিয়ে কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তা দেয়া ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব। সে দায়িত্ব পালনে ইফাদ অটোসের মতো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সামাজিক দায়বদ্ধতার জন্য পুলিশকে গাড়ি উপহার দিয়ে সহযোগিতা করে আসছেন। এটা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকা মহানগর পুলিশ নগরবাসীকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। রোদ-বৃষ্টি ও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে প্রতিনিয়ত কাজ করতে হয়। এ বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। পুলিশকে সহযোগিতা করার জন্য একটি গাড়ি দিতে পেরে আমরা আনন্দিত। এছাড়া ভবিষ্যতে আরো পুলিশ ভ্যান উপহার হিসেবে ডিএমপিকে দেয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

অনুষ্ঠানে ডিএমপি ও ইফাদ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।