টঙ্গীতে ভুয়া সাংবাদিক আটক


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৩ জুলাই ২০১৫

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র‍্যাব)। সোমবার দুপুরে র‍্যাব-১ এর সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড ও ক্যামেরা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর এএসপি মুহিত কবির সেনইয়াবাদ বলেন, আটক জাহাঙ্গীর নিজেকে এশিয়া বার্তা নামে একটি পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করে আসছিল। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে এশিয়া বার্তা নামে ওই পত্রিকার অফিসে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর নামে তাদের কোনো গাজীপুর প্রতিনিধি নেই বলে জানায়।

আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে টঙ্গী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

জেইউ/এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।