ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ প্রস্তুতি


প্রকাশিত: ১১:০০ এএম, ১৬ জুলাই ২০১৫

ঈদের আগে ও পরে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সপ্তাহব্যাপী বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদি এক চিঠিতে রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে ঈদের আগে তিনদিন ও পরের চারদিন চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা প্রদান করলে হাসপাতাল পরিচালকরা তৎপর হয়ে ওঠেন।
 
নির্দেশনা অনুযায়ী সকল হাসপাতালে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আগাম ওষুধপত্র মজুদ, ডাক্তার ও নার্সের ডিউটি রোষ্টার তৈরি, সু-সজ্জিত অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
 
ঈদের আগে ও পরে দুদিন হাসপাতালগুলোতে সীমিত আকারে বহিঃবিভাগ খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। বুধবার ছিল সরকারি কর্মদিবসের শেষ দিন। এ দিনেও বিভিন্ন হাসপাতাল পরিচালককে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে তৎপর থাকতে দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদি জানান, ঈদের ছুটিতে রোগীর চিকিৎসাসেবা যেন কোনভাবেই ব্যাহত না হয় সেজন্য রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতালে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি পরিপত্রও জারি হয়েছে বলে জানান তিনি।

সরেজমিন পরিদর্শন ও খোঁজ নিয়ে জানা গেছে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণে গত কয়েকদিন যাবৎ ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজধানীসহ সারাদেশের হাসপাতালের পরিচালক, তত্ত্বাবধায়কসহ শীর্ষ কর্মকর্তারা। তারা ঈদের ছুটিতে রোগীদের চিকিৎসায় যেন ক্রুটি না হয় তা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগীয় প্রধান চিকিৎসক, নার্স ইনচার্জ ও ওয়ার্ড মাস্টারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। ঈদের ছুটিতে হাসপাতালে কর্মকর্তাদের তালিকা তৈরি করে বিশেষ ডিউটি রোষ্টার করে দিয়েছেন।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সরজমিন পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান প্রশাসনিক ব্লকের সম্মেলন কক্ষে ওয়ার্ড মাস্টারদের নিয়ে ঈদ প্রস্তুতি নিয়ে বৈঠক করছেন।

তিনি জাগো নিউজকে বলেন, শুধু ওয়ার্ড মাস্টারই নয়, বিভিন্ন বিভাগীয় প্রধান অধ্যাপক, নার্স ইনচার্জদের সঙ্গে তিনি পৃথক বৈঠক করেছেন। তিনি প্রস্তুতিতে সন্তুষ্ট মন্তব্য করে বলেন, আশা করছি রোগীর চিকিৎসা সেবায় কোনো প্রকার বিঘ্ন ঘটবে না। জরুরি বিভাগে চিকিৎসক নার্স ওয়ার্ডবয়রা দিনরাত ২৪ ঘণ্টা হাজির থাকবেন। নিউরোসার্জারি, ক্যাজুয়েলটিসহ কয়েকটি জরুরি ওটিও চালু থাকবে।

তিনি আরো জানান, ঈদ শনিবার হলে পরদিন রোববার আউটডোর সীমিত আকারে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে। আর রোববার ঈদ হলে শনিবার একইভাবে আউটডোর সার্ভিস চালু থাকবে।  

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.উত্তম কুমার বড়ুয়া জানান, ঈদের ছুটিতে কোনভাবেই যেন চিকিৎসাসেবা ব্যাহত না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এমইউ/এসকেডি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।