সাকার চূড়ান্ত রায় : রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৫ জুলাই ২০১৫
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দাবিতে দুর্যোগময় প্রতিকূল অবস্থার মধ্যেও দ্বিতীয়দিনের মতো শাহবাগে গণ অবস্থান কর্মসূচী পালন করেছে গণজাগরণ মঞ্চ। শনিবার বিকেল চারটার দিকে সমবেত নেতাকর্মীদের সম্মিলিত শ্লোগানের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

কর্মসূচি চলাকালীন একপর্যায়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, এই কুখ্যাত যুদ্ধাপরাধী একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ছিল। আমরা ইতোপূর্বেও দেখেছি সে তার পারিবারিক ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে নানাভাবে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত ও বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। কোনো অপশক্তি যেন এই কুখ্যাত যুদ্ধাপরাধীকে বাঁচাতে না পারে তার জন্য ২৯ জুলাই আপিল বিভাগ কর্তৃক চূড়ান্ত রায় প্রদানের দিন পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাজপথে থাকবে।

মানবাধিকার সংগঠনসমূহের সমালোচনা করে ইমরান বলেন, শিশু রাজনের নির্মম হত্যাকাণ্ডের পর কোনো মানবাধিকার সংগঠনকে দেখলাম না রাজনের জন্য বিচার চাইতে। অথচ এরাই মানবতাবিরোধী অপরাধের বিচারিক রায় কার্যকর হলে বক্তব্য-বিবৃতি দিয়ে খুনিদের বাঁচানোর চেষ্টা করে। এরা কি আসলে মানবাধিকার সংগঠন নাকি দানবাধিকার সংগঠন? মানবাধিকার সংগঠন হলেও তাদের কানে কি চট্টগ্রামের মানুষের কান্না পৌঁছে না? পৌঁছালে এখন তো তাদের রাজাকার সাকা’র সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে থাকার কথা।

বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রজন্ম চত্বর থেকে একটি মিছিল বের হয়ে হয়ে টিএসসি ঘুরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইমরান এইচ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- গণজাগরণ মঞ্চের শহীদ রাজীব হায়দারের বাবা ডাক্তার নাজিম উদ্দিন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক, ভাস্কর রাসা প্রমুখ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।