শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১২ এপ্রিল ২০১৮

রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আরিফুল ইসলাম (২৬) নামে একজন তরুণ ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।

আজ দুপুর আড়াইটার দিকে ১৩ নম্বর শ্যামপুর এলাকায় বিদ্যুতের কাজ করার সময় আরিফুল শক খেলে সহকর্মীরা বিকেল পৌনে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব দেইলপাড়া এলাকায় থাকতেন। তার বাবা মঞ্জুর কাদের দেওয়ান। তারা তিন ভাই তিন বোন। তিনি সবার বড় ছিলেন।

নিহতের সহকর্মী জাহাঙ্গীর বলেন, সে একপ্রাপ্তে কাজ করছিল আর আমরা অন্যপ্রাপ্তে কাজ করছিলাম। পরে তার চিৎকার শুনে দৌড়ে এসে দেখি সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েছে।'

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।