কিউবার নিষেধাজ্ঞা প্রত্যাহারে হিলারির আহ্বান


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০১ আগস্ট ২০১৫

কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুক্রবার ফ্লোরিডার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
 
হিলারি বলেন, কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা চিরতরে তুলে দেয়া উচিৎ।

তিনি বলেন, সম্পর্ক স্থাপন, নিষেধাজ্ঞা, মুক্তচিন্তা, স্নায়ু যুদ্ধের অচলাবস্থায় ফিরে যাওয়া, এসব বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন হিলারি। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে কিউবার সঙ্গে বড় পরিসরে সম্পর্ক স্থাপনে উদ্যোগ গ্রহণ করা হবে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।