কৃষকের ফসলের লাভজনক দামের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

কৃষকের ফসলের লাভজনক দামের দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তার বলেন, কৃষি প্রধান দেশে কৃষকরা ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। কৃষকের ফসলের লাভজনক দাম দিতে না পারলে কৃষকরা সুবিধা বঞ্চিতই থেকে যাবে। তাই কৃষকের কান্না বন্ধ করে তাদের মুখে হাসি ফোটাতে উদ্যেগ গ্রহণ করুন।

বক্তারা আরও বলেন, যে কৃষক খাদ্য উৎপাদন করে ১৭ কোটি মানুষের মুখের ভাত যোগায়। যাদের শ্রমে-ঘামে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ। আর তারাই সব সময় অবহেলিত ও লাঞ্ছিত হয়ে আসছে। দেশে খাদ্য উৎপাদন বেড়েছে তারপরও কেন কৃষক ফসলের সঠিক মূল্য পাবে না। কৃষকদের বাঁচাতে হলে কৃষি-কৃষক ক্ষেতমজুর বাঁচাতে ক্রয় কেন্দ্র চালু করতে হবে। ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে হবে। সার্টিফিকেট মামলা প্রত্যাহার, স্বল্পমূল্যে পল্লী রেশনিং ও ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করতে হবে। খাস জমি ভূমিহীনদের বরাদ্দ দিতে হবে। কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তাহলে কৃষি প্রধান দেশ আরও কৃষি উন্নত হবে।

কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতা কর্মীরা।

এএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।