কেরাণীগঞ্জের কলাতিয়া স্কুলে বইপড়া কর্মসূচির উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১০ এপ্রিল ২০১৯

ঢাকার কেরাণীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম (বইপড়া কর্মসূচি) শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) স্কুলের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, দুইবারের এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত ও কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক।

BSK-2.jpg

এতে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সদস্য শাহ জাহান ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে এই বইপড়া কর্মসূচির সাথে যুক্ত আছে। প্রতিষ্ঠানটি বিশ্বসাহিত্য কেন্দ্রের এই কার্যক্রমে চলতি বছরে ৪০ হাজারসহ এ পর্যন্ত দুই লাখের বেশি বই দিয়েছে। সারাদেশের ৪০০টি স্কুলে বইগুলো বিতরণ করা হবে।

দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৪০ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম (বইপড়া) এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী রয়েছে।

এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।