ভেজাল সেমাইয়ের কারখানায় চলছে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৯ মে ২০১৯

কামরাঙ্গীরচরের আশরাফা বাঁধ এলাকায় ভেজাল সেমাইয়ের কারখানায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এলাকার হাবিবা ফুড প্রডাক্টের কারখানার মধ্য দিয়ে অভিযান চালানো শুরু হয়েছে।

vejal3

জানা গেছে, এই কারখানা থেকে সারা দেশে বড় বড় প্রতিষ্ঠানে সেমাই রফতানি করা হয়। ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্বে দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

vejal3

সূত্র জানায়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কামরাঙ্গীরচরের এ এলাকায় ভেজাল সেমাইয়ের কারাখানা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চলছে।

এমইউএইচ/এআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।