ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৯

শুভ্র সুন্দর গোলাপের মতো সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যদি যথাযথভাবে লালন পালন করতে না পারি সে ব্যর্থতা আমাদের সকলের।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী মিলনমেলা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৬৪ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে এ মিলনমেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, পৃথিবীর যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গলময়, তা কখনো থেমে থাকে না। জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু মঙ্গল প্রদীপ কখনো নিভে যাবে না।

southeast

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশাকে উদ্দীপ্ত করার সুমহান পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি (প্রধানমন্ত্রী) মনেপ্রাণে বিশ্বাস করেন, সমাজের উদ্যানে শত সহস্র পুষ্প বিকশিত হোক তাদের আপন জ্ঞানের মহিমায়। প্রধানমন্ত্রীর বিশাল এ উদ্যোগকে আমরা সবাই সহযোগিতা করে বাস্তবে রূপ দিতে পারি। আর তাই প্রধানমন্ত্রীর কণ্ঠে ধ্বনিত হচ্ছে, ‘আমি ভবিষ্যতের গভীরে তাকালাম, মানব চক্ষু যতো দূর দেখতে পাই। সারা বিশ্ব উদ্ভাসিত হোক।’

উৎসর্গ ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, এ মিলনমেলা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মদের নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ার পথে বিশাল ভূমিকা রাখবে।

southeast

তরুণ প্রজন্মকে অনাচার খারাপ কাজ আর মাদক থেকে মুক্ত করার ক্ষেত্রে উৎসর্গকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও উৎসর্গের প্রধান উপদেষ্টা শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উৎসর্গ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক তানজিনা খান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সচিব ও উৎসর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. জাহিদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হাসানুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সায়েদুল হক সুমন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন আমন্ত্রিত অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী পূর্ণিমা।

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।