ভৈরবে অবৈধ কয়েল কারখানায় চলছে বিশেষ অভিযান
কিশোরগঞ্জের ভৈরবের লক্ষীপুর ছাতারকান্দি এলাকায় একটি অবৈধ মশার কয়েলের কারখানায় বিশেষ অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কারখানাটি মানবদেহের জন্য ক্ষতিকর কয়েল তৈরি করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আশরাফ উদ্দিন কেমিক্যাল ওয়ার্কস নামের কারখানায় এই অভিযান চলছে। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করছেন কিশোরগঞ্জ জেলা কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম হোসেন এবং স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম।

আরও রয়েছেন বাংলাদেশ মসকিটো কয়েল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হামিদ। অভিযানে সার্বিক সহযোগিতা করছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সদস্যরা।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডে নকল মশার কয়েল তৈরি করছে প্রতিষ্ঠানটি। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে অভিযান করছি। প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এসআই/এমএসএইচ/পিআর