ফটিকছড়ির ইংরেজি বানান শুদ্ধভাবে লিখতে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা ফটিকছড়ির ইংরেজি বানান শুদ্ধভাবে লেখা ও ব্যবহারে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফটিকছড়ির ইংরেজি বানান ‘Fatikchari’ লেখা হচ্ছে। প্রকৃতপক্ষে ফটিকছড়ির ইংরেজি শুদ্ধ বানান ‘Fatickchhari’। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দফতর ও বিভাগসমূহে ফটিকছড়ির ইংরেজি শুদ্ধ বানান ‘Fatickchhari’ লেখার অনুরোধ করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন এ বিষয়ে জাগো নিউজকে বলেন, দীর্ঘ দিন ধরে ফটিকছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি দফতরে ফটিকছড়ির ইংরেজি বানান ভুলভাবে লেখা হচ্ছিল। গত ২৯ আগস্ট এক মাসিক সভায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দফতরে শুদ্ধভাবে ‘Fatickchhari’ লেখার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে গত সপ্তাহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দফতরে পাঠানো হয়েছে উল্লেখ করে সকলকে ফটিকছড়ির ইংরেজিতে শুদ্ধ বানান ‘Fatickchhari’ লেখার অনুরোধ জানান তিনি।

ফটিকছড়ির উপজেলার বাসিন্দা ও ত্রৈমাসিক রঙপেন্সিলের সম্পাদনা সহযোগী মুহাম্মদ নাসিরুদ্দিন মানিক জাগো নিউজকে বলেন, দেশের বিভিন্ন জেলা উপজেলার নামের বানান ইংরেজিতে ভুলভাবে লেখা হয়। সে ভুল থেকে বাদ পড়েনি দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়ির নামও। বাংলায় শুদ্ধভাবে লিখলেও ইংরেজিতে ঘটে যত ঝামেলা। ফটিকছড়ি বানান শুদ্ধভাবে লিখতে ও শিখাতে গত আড়াই বছর ধরে কাজ করছি। অবশেষে উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে সেটার সার্থকতা পেল।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।