পরিমাপে কম দেয়ায় পেট্রল পাম্প বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৭ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে একটি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলার পাশাপশি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২৭ অক্টোবর) নেত্রকোনার কেন্দুয়া সদরে অভিযান চালিয়ে রোববার এ মামলা করা হয়। বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযুক্ত মেসার্স হিমালয় ফিলিং স্টেশন দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১৪০ মি.লি, ১৫০ মি.লি, দুটি পেট্রল ডিসপেন্সিং ইউনিটে তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১৪০ মি.লি, ১৫০ মি.লি এবং চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মি.লি তেল কম দেয়ায় পাম্পটি বন্ধ করে দেয়া হয় এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা করা হয়।

বিএসটিআইয়ের এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।