জুমার সময় ও রমজানে বাংলাদেশের ক্রিকেট খেলা ঠিক নয় : আসিফ নজরুল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৮ জানুয়ারি ২০২০

জুমার সময় ও রমজান মাসে বাংলাদেশের ক্রিকেট খেলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, ‌‘ঠিক জুম্মার সময়ে (১টা-১-৩০ট) বা গুরুত্বপূর্ণ্ রোজার দিনে বাংলাদেশের ক্রিকেট খেলা ফেলা হয়। গত কয়েক বছরে এটা অনেকবার হয়েছে। এটা হওয়াও ঠিক না। ইচ্ছে করলে এসব এড়ানো যায়। ইচ্ছেটা হয়না কেন জানিনা!’

আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানোর পক্ষেও মত দিয়েছেন ঢাবির এ অধ্যাপক। তিনি লিখেছেন, ‘নির্বাচন নিয়ে নানান তেলেসমাতি কর্মকান্ড হয়েছে বাংলাদেশে গত ছয়বছরে। ফলে এর কোন মূল্য নেই এখন মানুষের কাছে। এটা পিছিয়ে দিলে সমস্যা কি? ৩০ তারিখ পুজো হলে নির্বাচন পেছানোই উচিত।’

বৃহস্পতিবার দুপুর ১২টা ০৯ মিনিটি পোস্টটি দেন আসিফ নজরুল। এতে প্রতিক্রিয়া এসেছে ১৩ হাজার। মন্তব্য করেছেন চার শতাধিক ব্যক্তি। শেয়ার হয়েছে দুই শতাধিক।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।