এবার ধর্ষক ধরে নপুংসক করার দাবি সংসদে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

দেশে ধর্ষণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এর শাস্তি হিসেবে ইনজেকশন দিয়ে যৌনক্ষমতা হ্রাস বা নপুংসক করে দেবার দাবি উঠেছে জাতীয় সংসদে। এর আগে সংসদে ধর্ষকদের ধরে ক্রসফায়ারে দেয়ার দাবি ওঠে। একই সঙ্গে দাবি করা হয় যে, ধর্ষকদের ক্রসফায়ারে দিলে বেহেশতে যাওয়া যাবে।

মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার ধর্ষকদের শাস্তির বিষয়ে নতুন দাবি উপস্থাপন করে বলেন, দেশে ধর্ষণ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। প্রায় প্রতিদিন শিশু, ছাত্রী, নারী, মধ্যবয়সী নারী- এমনকি বয়স্ক নারীরাও ধর্ষিত হচ্ছেন। এজন্য কার্যকর শাস্তির ব্যবস্থা নেয়া প্রয়োজন।

ধর্ষকদের কঠোর শাস্তি দিতে হবে। তাহলে হয়তো ধর্ষণ কমতে পারে- এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, সম্প্রতি শুনলাম আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সরকার এমন একটা ইনজেকশন আবিষ্কার করেছেন যা ধর্ষকদের ধরে পুশ করলে তাদের যৌনক্ষমতা হ্রাস পাবে। দেশে এমন প্রযুক্তি আছে। যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে তা চালু হয়েছে। সে প্রযুক্তি আমরা চালু করলে ধর্ষণ কমে যেতে বাধ্য। যদি ধর্ষককে একবার নপুংসক করে ছেড়ে দেয়া যায় তাহলে সে আর এ কাজ করতে পারবে না।

গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ধর্ষণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। সেদিন সরকারি ও বিরোধীদলীয় এমপিরা একজোট হয়ে বলেন, এই পৃথিবীতে তাদের (ধর্ষক) থাকার কোনো অধিকার নেই। আবার কেউ কেউ দাবি করেছেন, তাদের ক্রসফায়ারে দিলে কোনো পাপ হবে না বরং বেহেশতে যাওয়া যাবে

উল্লেখ্য, ধর্ষকদের রুখতে যুক্তরাষ্ট্রে প্রণীত হয়েছে অভিনব আইন। এতে বলা হয়, ১৩ বছরের কম বয়সী কোনো শিশুকে ধর্ষণ করলে ইনজেকশন পুশ করার মাধ্যমে ধর্ষকের যৌনক্ষমতা নষ্ট করে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সংসদ সম্প্রতি নতুন এ আইন পাস করেছে।

দেশটির আইনপ্রণেতারা বলছেন, শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচাতেই এমন আইন করেছেন তারা। বলা হচ্ছে, যে ইনজেকশনের কথা বলা হচ্ছে তা একবার দেয়া হলে ধর্ষক দ্বিতীয়বার কারও সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন না৷ অপরাধী যদি কারাবন্দি থাকেন তবে তাকে তখন এ ইনজেকশন দেয়া হবে না। প্যারোলে ছাড়া পাওয়ার পর তার শরীরে ইনজেকশন পুশ করা হবে।

এইচএস/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।