করোনা : কওমি মাদরাসার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় ৬ বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ এএম, ১৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে কওমি মাদরাসা বন্ধ নাকি খোলা থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেছে ছয়টি বোর্ড। মঙ্গলবার রাজধানীর ডেমরার বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অফিসে সকাল সাড়ে ১০টার দিকে এই সভা বসে। সভায় সভাপতিত্ব করছেন ছয় বোর্ডের সমন্বয়ে গঠিত ‘আলহাইয়্যাতুল উলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ’এর কো-চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।

সভায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া, গওহরডাঙ্গার বেফাকুল মাদারিসিল কওমিয়া, চট্টগ্রামের আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া, বগুড়ার আজাদদ্বীনি এদারায়ে তালিম, বগুড়ার তানজিমুল মাদারিসিল কওমিয়া এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইতোমধ্যে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী সাত হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০।

বাংলাদেশে সব মিলিয়ে আটজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্য থেকে তিনজন সুস্থ হয়ে বাড়ি চলে গেলেও নতুন আরও তিনজন শনাক্ত হয়েছেন।

আরএমএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।