দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর ভাবনা সাকিবের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৮ ডিসেম্বর ২০২৫

রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। সবশেষ বাংলাদেশে ছিলেন ২০২৪ সালের মে মাসে। রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশের মাটিতে দুটি টেস্ট সিরিজ খেললেও, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চাইলেও তা আর সম্ভব হয়নি।

এই মুহূর্তে দেশে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও আশাহত হচ্ছেন না সাকিব। তিনি আশাবাদী দেশের হয়ে আবারও খেলতে নামবেন। অন্তত পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে দেশের মাটিতে খেলে তারপর বিদায় বলবেন ক্রিকেটকে।

ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব আল হাসান বলেন, ‘আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া। আমি এমন কিছুই ভাবছি। সব সংস্করণকেই একটি সিরিজে বিদায় বলতে চাই। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।’

২০২৪ সালে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ইতি টানবেন তিনি টেস্ট ক্যারিয়ারের। তবে শেষ পর্যন্ত আর সেই টেস্ট খেলা হয়নি তার। দেশের উদ্দেশে রওনা দিয়েও অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত না পাওয়ায় ফিরে গেছেন দুবাই থেকে। এখন নিয়মিত খেলে বেড়ান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।

দেশের হয়ে খেলার মতো ফিট থাকতেই এসব লিগে খেলছেন তিনি, ‘(দেশের হয়ে আবারও খেলা) এটাই স্বপ্ন। এ কারণেই এখনো খেলছি।’

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।